ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

২৩ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
২৩ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি- ছবি: জিএম মুজিবুর

ঢাকা: আগামী ২৩ মার্চ সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। ক্লাস বর্জনের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিনের ক্লাসসূচির প্রথম ক্লাসটি বর্জন করা হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পেনশন, মেডিক্যাল ভাতাসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো সুযোগ সুবিধা পান না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। তা হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন এতো অবহেলা?

অবিলম্বে সরকারের বিধি মোতাবেক স্বীকৃতি প্রাপ্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করারও দাবি জানান তারা।

বাংলাদেশ শিক্ষক সমিতির ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক বিলকিস বলেন, আগামী ১৬ মার্চ সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হবে। ২৩ মার্চ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম পিরিয়ডের ক্লাস বর্জন করা হবে। ৩০ মার্চ সকাল ১১টায় ঢাকায় শিক্ষক-কর্মচারী জাতীয় প্রতিনিধি সভা হবে।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সহ-সভাপতি সমরেন্দ্র নাথ রায়, বজরেন্দ্র নাথ রায়, জেব-উন-নেসা, বেগম তাজকিরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ইউএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।