ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
রাবিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির পক্ষ থেকে রোববার (১৯ ফেব্রুয়ারি) অবসরপ্রাপ্ত অফিসারদের (২০১৫ ও ২০১৬ সাল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. ফজলুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপাচার্য অবসরপ্রাপ্ত অফিসারদের স্মারক উপহার দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে অবসরপ্রাপ্ত অফিসারদের অবদান স্মরণ করে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তিনি নবীন প্রজন্মের অফিসারদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান।

সমিতির সভাপতি ডা. মাসিউল আলম হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. মো. শামীম হোসেন, সমিতির কোষাধ্যক্ষ মো. মোক্তাদির হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ কে এম নজরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. জাকিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।