ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রী পদক পাচ্ছেন শেকৃবি’র ৪ শিক্ষার্থী

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
প্রধানমন্ত্রী পদক পাচ্ছেন শেকৃবি’র ৪ শিক্ষার্থী

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) চার মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রী পদক ২০১৩-১৪ সালের জন্য মনোনীত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার তানিয়া আফরোজ বাংলানিউজকে এ তথ্য জানান।

২০১৩ সালের জন্য মনোনীতরা হলেন- কৃষি অনুষদের রাখি ব্যানার্জি এবং কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের মাহফুজা  আফরোজ সিগ্ধা।

২০১৪ সালের মনোনীতরা হলেন- কৃষি অনুষদের রেবেকা সুলাতানা এবং কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের ফজলুল হক।

ডেপুটি রেজিস্ট্রার তানিয়া আফরোজ বলেন, পদক দেওয়ার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে এ পদক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।