ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিল, সম্পাদক আসিফ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিল, সম্পাদক আসিফ

রাবি: এএম শাকিল হোসেনকে সভাপতি ও মাহমুদুল হাসান আসিফকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাবি ছাত্র ইউনিয়ন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

দু’দিনব্যাপী সম্মেলন শেষে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লিটন নন্দী ও সাধারণ সম্পাদক জিএম জিলানী।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহরিয়ার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা মিতুল ইভা, সাংগঠনিক সম্পাদক অন্তর আলী, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন চন্দ, শিক্ষা ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান, বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক রাসেল মার্ডি, সাংস্কৃতিক সম্পাদক আফরুকুন নাহার তানিয়া ও সমাজকল্যাণ সম্পাদক ইমামুল বাকের। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মানিক, অথৈ ও শাকিল।

এ উপলক্ষে নবগঠিত কমিটির সদস্যরা শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্ট, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।