ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ৩০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
জাবিতে ৩০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জাবি শিক্ষার্থীরা / ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগের ৩০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এ বৃত্তি দেওয়া হয়।

২৪তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, কয়েকজন সিনিয়র ও অধিকাংশ ২৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা গত তিন বছর থেকে এ বৃত্তি দিয়ে আসছে।

প্রথম বছর ২৭ জনকে গত বছর ৫৭ জনকে এবং এ বছর ৩০ শিক্ষার্থীকে এক হাজার টাকা করে এ বৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।