ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষককে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষককে অব্যাহতি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চলতি এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলার অপরাধে চার শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম তাদের অব্যাহতি দেন।

তারা হলেন-ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক সহকারী শিক্ষক মনির হোসেন, হোসনেয়ারা বেগম, আকাশ মজুমদার ও নুরুল আবছার।

পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিব বলরাম চন্দ্র দেব নাথ বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার ইতিহাস, পদার্থ বিজ্ঞান ও ফিন্যান্স পরীক্ষা চলছিল। এসময় দায়িত্ব অবহেলার অপরাধে তিন শিক্ষককে এবং মোবাইল ফোন পাওয়া যাওয়ায় এক শিক্ষিকাসহ মোট চারজনকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।