ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নানা আয়োজনে খুবির বসন্তবরণ

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
নানা আয়োজনে খুবির বসন্তবরণ নানা আয়োজনে খুবির বসন্তবরণ

খুলনা: ‘বসন্তের ছোঁয়া লাগুক প্রাণে প্রাণে’ স্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। বাদ্যযন্ত্রের সঙ্গে নেচে-গেয়ে শোভাযাত্রা অদম্য বাংলা চত্বরে এসে শেষ হয়।

সেখানে সকাল ৮টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের প্রাক্কালে বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. সাবিহা হক, আইন স্কুলের ডিন প্রফেসর ড. ওয়ালিউল হাসানাত ও বসন্তবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ড. রুবেল আনছার।

পরে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করা হয়।

এসব অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমআরএম/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।