ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

গণিত পরীক্ষায় রাজশাহীতে ২ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৪৬২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
গণিত পরীক্ষায় রাজশাহীতে ২ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৪৬২

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন রোববার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিন রাজশাহীর আট জেলা থেকে মোট ৪শ’ ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দুরুল হুদা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববারের গণিত পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে মোট এক লাখ ৫১ হাজার ৪শ’ ৯৪ জন পরীক্ষার্থী ছিল। অংশ নেয় এক লাখ ৫১ হাজার ৩২ জন পরীক্ষার্থী।

‘আজকের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪শ’ ৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ও বগুড়া নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে’।

মোট ২শ’ ২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান ‍উপ-পরীক্ষা নিয়ন্ত্রক।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।