ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রায়পুর মহিলা কলেজে শিক্ষার্থীদের পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
রায়পুর মহিলা কলেজে শিক্ষার্থীদের পিঠা উৎসব রায়পুর মহিলা কলেজে শিক্ষার্থীদের পিঠা উৎসব-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর মহিলা কলেজে শিক্ষার্থীদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে দু’শতাধিক রকমের নানা নকশার দেশীয় পিঠার ফসরা সাজানো হয়।
 
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবিএম জিলানীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, রামগতি আ স ম আবদুর রব কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার ও মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, নারী শিক্ষা ব্যবস্থা উন্নয়নে রায়পুর মহিলা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করতে প্রশাসনিকভাবে কার্যক্রম চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।