ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

অধ্যাপক এটিএম জহুরুল হক’র মৃত্যুতে ববি উপাচার্যের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
অধ্যাপক এটিএম জহুরুল হক’র মৃত্যুতে ববি উপাচার্যের শোক

বরিশাল: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ টি এম জহুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাটি ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. এস এম ইমামুল হক।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।

উপাচার্য বলেন, জহুরুল হক একাধারে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং একজন বড় মনের মানুষ ছিলেন।

দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনে আমি এবং অধ্যাপক হক অত্যন্ত মধুর সময় কাটিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি যখন তিনি, তখন আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি।

ইমামুল হক তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং জহুরুল হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রয়ারি ০৮, ২০১৭
এমএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।