ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির পিএমই বিভাগের কর্মশালা সম্পন্ন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
শাবিপ্রবির পিএমই বিভাগের কর্মশালা সম্পন্ন

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ‘মোটিভেশন অ্যান্ড টিম বিল্ডিং’ বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. ফরহাদ হাওলাদার।

সঞ্চালনায় ছিলেন ড. সাইফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন- আইকিউএসির পরিচালক অধ্যাপক আবদুল আউয়াল বিশ্বাস, অতিরিক্ত পরিচালক অধ্যাপক আশরাফুল আলম, ড. শফিকুল আলম ও শাহেদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। আমাদেরকে নিজেদের বিবেক দ্বারা আত্ম-পর্যালোচনা করতে হবে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।