ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

দাখিল পরীক্ষার্থীর খাতায় অংক করায় ২ শিক্ষক বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
দাখিল পরীক্ষার্থীর খাতায় অংক করায় ২ শিক্ষক বহিষ্কার

নেত্রকোনা: নেত্রকোনা শহরে দাখিল পরীক্ষার এক কেন্দ্র থেকে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার্থীদের অংক করে দেওয়ায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজুর বাজার কলেজিয়েট স্কুলের ভেন্যু কেন্দ্র ‘লতিফা আব্বাস মডেল মহিলা আলিম মাদ্রাসা’ থেকে কক্ষ পরিদর্শক ওই দুই শিক্ষককে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- শাহ সুলতান কারিগরি স্কুলের শিক্ষক নজমুল ইসলাম ও বারহাট্টা কারিগরি ও বাণিজ্যিক কলেজের জিয়াউল হক।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় অংক করে দেন ওই দুই শিক্ষক।

কেন্দ্রের কক্ষ পরিদর্শনের সময় বিষয়টি নজরে এলে তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে ওই দুই শিক্ষককে বহিষ্কারের নির্দেশ দেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা নেত্রকোনার রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ।

তিনি বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে শিক্ষক নজমুল ইসলাম ও জিয়াউল হককে কেন্দ্র থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।