ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবি’র টিএসসিতে বাউল উৎসব

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
জবি’র টিএসসিতে বাউল উৎসব জবি’র টিএসসিতে বাউল উৎসব- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ‘টিএসসির স্থায়ী রূপ দাও, অবৈধ ব্যবসার হোতাদের বিচার কর’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রথম বাউল সংগীত উৎসব উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জবি শিক্ষার্থীদের টিএসসিতে এ কর্মসূচির আয়োজন করে জবি সংসদ ছাত্র ইউনিয়ন।

বাউল উৎসবের উদ্বোধন করেন জবি সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন সরদার।

আল আমিন সরদার বলেন, জবির শিক্ষার্থীদের প্রাণের টিএসসিকে স্থায়ী রূপদানের বিষয়টি ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে অর্জিত হবে।

একাডেমিক কার্যক্রম তথা বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জে স্থানান্তর বিষয়টিকে অশুভ চক্রের কার্যক্রম বলেও অভিহিত করেন। শিক্ষার্থীসহ পুরান ঢাকার জনগণকে সতর্কতা থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পুরান ঢাকায় সম্প্রসারণ করতে টিএসসিকে স্থায়ী করার কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জবি সংসদ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভ সাদিক বলেন, তরুণ সমাজের অবস্থান এবং সুস্থ বিনোদনের অভাব মেটাতে টিএসসি কেন্দ্রিক সাংস্কৃতিক বলয় গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জবির আওয়ামী সমর্থক প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দলের সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দফতর সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদব সিফতাহ আল  ইহসান, জবি প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক রুনিয়া সুলতানা ঝুমুর প্রমুখ।

উদ্ধোধনী অনুষ্ঠানে জবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বাউল গান পরিবেশন করেন। উৎসবটি দুটি পর্বে আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানটি দুপুর ১২টা থেকে শুরু হয়েছে এবং তা চলবে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
ডিআর/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।