ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ শিক্ষাবর্ষ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ শিক্ষাবর্ষ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করেছে। এ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এ সংগঠনটি গঠন করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গাউসুল আজম মার্কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ১৮ সদস্যের আহ্বায়ক কমিটির গঠন করা হয়।

আগামী তিন মাসের মধ্যে এ কমিটি ২০০৩-০৪ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠন কর‍ার ঘোষণা দেয়।

আহ্বায়ক কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি হলের একজন করে প্রতিনিধি রয়েছেন।
 
কমিটিতে শফিকুল ইসলামকে (শফি) আহ্বায়ক ও সোহেল মামুনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন, নাজমুল হোসেন (বঙ্গবন্ধু হল), মারুফ বিল্লাহ (জিয়া হল), আসাদুজ্জামান আসাদ (জসিম উদ্দিন হল), নুরুন্নবী সোহাগ (সূর্যসেন হল), শহীদুল ইসলাম (মুহসীন হল), শামসুল কবির রাহাত (সার্জেন্ট জহুরুল হক হল), শরীফ আবেদিন রনি (এফ রহমান হল), রকিব দোজা সজিব (সলিমুল্লাহ হল), মৃত্যুঞ্জয় দে সজল (জগন্নাথ হল), শারমিন সুলতানা লিলি (রোকেয়া হল), জেসমিন পাপড়ি (শামসুন নাহার হল), নাছরিন সুলতানা (শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল), কামরুন্নাহার শ্যামলী (কুয়েত মৈত্রী হল), এনায়েত শাওন (শহীদুল্লাহ হল), জহিরুল ইসলাম (ফজলুল হক হল) ও মুহিদুল হক (অমর একুশে হল)।

২৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ক্যান্টিনে ২০০৩-০৪ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাথমিক পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আগ্রহীদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে আহ্বায়ক কমিটি।

সবাইকে একত্রিত করার লক্ষ্যে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ শিক্ষাবর্ষ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
জেপি/এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।