ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (০৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকে এহসান হাবীবের টাইমলাইনে কিছু স্ট্যাটাস পোস্ট দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে।

এ বিষয়ে শনিবার (০৪ ফেব্রুয়ারি) উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
 এমএএএম/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।