ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সোমবার থেকে জাবিতে চাকরি মেলা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সোমবার থেকে জাবিতে চাকরি মেলা শুরু দুই দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন নিয়ে জাবিতে সংবাদ সম্মেলন/ছবি-বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর জানানো হয়।

অষ্টম বারের মত দেশের শীর্ষস্থানীয় জব বিডিজবস্ ডট কম ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভালের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।

ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভালের সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ জানান, বিডিজবস্ ডট কম প্রতি বছর দেশের শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে এ মেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ৬ ও ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতনামা বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলার প্রথম দিনে (৬ ফেব্রুয়ারি) ৩৫টি অংশগ্রহণকারী স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের ১শ’টি শুন্য পদের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করবে ও দ্বিতীয় দিনে নির্বাচিত আবেদনকারীদের সরাসরি সাক্ষাতকার নেবে।

জাবি থেকে যারা বিভিন্ন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন ও যারা আগামী দুই মাসের মধ্যে স্নাতক সম্পন্ন করবেন তারা এ মেলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

ওই দিন মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, বিডিজবস্ ডট কমের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।