ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নারায়ণগঞ্জে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
নারায়ণগঞ্জে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১১৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অনুপস্থিত ছিল ১১৩ জন পরীক্ষার্থী। তবে প্রথম দিনে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসকের শিক্ষা শাখার অফিস সহকারী নাসরীন আক্তার জানান, নারায়ণগঞ্জ জেলায় এ বছরের এসএসসির প্রথম দিনে ২৬ হাজার ৬৬ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৫ হাজার ৯৮৬ জন। অনুপস্থিত ছিল ৮০ জন।

২ হাজার ৩৯৬ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৩৮০ জন। অনুপস্থিত ছিল ১৬ জন। ৯৪৮ জন ভোকেশনাল (কারিগরী) পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৯৩১ জন। অনুপস্থিত ছিল ১৭ জন।

তবে এসএসসি’র নারায়ণগঞ্জে প্রথম দিনে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।