ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ৯ দিনব্যাপী নাট্যোৎসব

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
জাবিতে ৯ দিনব্যাপী নাট্যোৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘নিঃশব্দ থামাও, থামাও এই মর্মঘাতী করুন বিনাশ’ এ স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) আয়োজন করতে যাচ্ছে নয় দিনব্যাপী নাট্যোৎসব-২০১৭।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) উৎসবের আহ্বায়ক পলাশ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবারো নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার।

৩ ফেব্রুয়ারি (শুক্রবার) নাট্যচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, উদ্বোধন, ৠালি ও পোস্টার প্রদর্শনীর মধ্য দিয়ে ৯ দিন ব্যাপী নাট্যোৎসব শুরু হবে।    

২য় দিন ৪ ফেব্রুয়ারি (শনিবার) বটতলা থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘ক্রাচের কর্নেল’। ৩য় দিন ৫ ফেব্রুয়ারি (রোববার) মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় থাকছে নাটক ‘শিখণ্ডী কথা’। চতুর্থ দিন ৬ ফেব্রুয়ারি (সোমবার) জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজনায় ৮৬ বারের মত মঞ্চস্থ হবে নাটক ‘হাত হদাই’।

৫ম দিন ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রাঙ্গনে মোর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘কনডেম্ড সেল’।   ৬ষ্ঠদিন ৮ ফেব্রুয়ারি (বুধবার) থিয়েটার আর্ট ইউনিট প্রযোজনায় থাকছে নাটক ‘কোর্ট মার্শাল’। ৭ম দিন ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ( ট্রেন টু পাকিস্তান)।

৮ম দিন ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটারের পুনর্মিলনী। ৯ম দিন ১১ ফেব্রুয়ারি (শনিবার) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে মধ্যরাতের কবিতা ও গান।

এবারে নাট্যোৎসবেও গুণীজন ও নাট্যজন সম্মাননা দেওয়া হবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক মঞ্চস্থ হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।