ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জ‌বি ছাত্রলীগের দু’গ্রুপের মারামা‌রি, আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
জ‌বি ছাত্রলীগের দু’গ্রুপের মারামা‌রি, আহত ২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় (জ‌বি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহত দুই ছাত্রলীগ কর্মীর নাম বাদশা ও নবীন।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে বিজ্ঞান ভবনের সামনে মনো‌বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুল হাসানকে আগুন-শি‌শির গ্রুপের কর্মী ভূগোল ও প‌রিবেশ বিভাগের শিক্ষার্থী আবীর ও সা‌দিক চড় মারেন।

কামরু‌ল বিষয়‌টি ৭ম ব্যাচের নবীন ও বাদশাকে জানান।  

পরে বাদশা ও নবীনের সঙ্গে বিজ্ঞান অনুষদের সামনে আগুন ও শি‌শির গ্রু‌পের কর্মীদের মারামারি হয়। এ সময় বাদশা ও নবীন আহত হন। তাদের উদ্ধার করে জ‌বি মে‌ডিকেল সেন্টারে চি‌কিৎসা দেওয়া হয়।  

এ বিষয়ে জানতে আহত শিক্ষার্থী নবীনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭

ডিআর/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।