ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে শিক্ষা শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
ময়মনসিংহে শিক্ষা শোভাযাত্রা ময়মনসিংহে শিক্ষা শোভাযাত্রা

ময়মনসিংহ: ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ স্লোগানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহে শিক্ষা শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর টাউন হল মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট চত্বরে এসে শেষ হয়।

যার নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএএএম/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।