ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রকৌশল বিদ্যা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রাবিতে প্রকৌশল বিদ্যা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দু’দিনব্যাপী প্রকৌশল বিদ্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে কৌশল অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার, কমিউনিকেশন, কেমিক্যাল, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
 
এসময় উপাচার্য বলেন, স্বাধীনতার পর ৪৫ বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি করেছে।

আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখাতেও উন্নয়ন অপরিহার্য। এজন্য প্রয়োজন নিরন্তর গবেষণা ও আধুনিক বিশ্বের সঙ্গে মতবিনিময়। সেই লক্ষ্যে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য আরও বলেন, এ সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী গবেষক-বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় ঘটবে যা আগামীতে উন্নততর গবেষণার বাতায়ন উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রফিকুল আলম বেগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো. মামুন-উর-রশিদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জানান সম্মেলনের সম্পাদক কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. একরামুল হামিদ।

উদ্বোধনের পর সিনেট ভবনে অনুষ্ঠিত হয় কি-নোট সেশন। প্রফেসর মামনুনুল কেরামতের সভাপতিত্বে এ সেশনে পাঁচটি প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়া বৃহস্পতিবার দিনব্যাপী ম্যাটেরিয়ালস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন বিষয়ক তিনটি টেকনিক্যাল সেশনে ১৯টি ও একটি পোস্টার সেশনে ১৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) ন্যানোটেকনোলজি, কম্পোজিট ম্যাটেরিয়ালস, বায়োমেডিকেল, ভিএলএসআই, ইমেজ প্রসেসিং ও প্যাটার্ন রিকগনিশন বিষয়ক ছয়টি সেশনে দু’টি আমন্ত্রিত বক্তৃতা ছাড়াও ১৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ের উচ্চতর পর্যায়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞগণ অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।