ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ১ম বর্ষের ক্লাস শুরু ২৮ জানুয়ারি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
রুয়েটে ১ম বর্ষের ক্লাস শুরু ২৮ জানুয়ারি

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৮ জানুয়ারি। ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুয়েটের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভা ২৭ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হবে।

সব শিক্ষার্থীকে সকাল ৯টার মধ্যে কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে।

ওরিয়েন্টেশনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিভাবকদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি থাকবেন রুয়েট উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ জানুয়ারি (শনিবার) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে।

শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত হতে হবে। কোনো শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।