ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে ‘কনজ্যুমার ইয়ুথ’ এর যাত্রা শুরু

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
গণ বিশ্ববিদ্যালয়ে ‘কনজ্যুমার ইয়ুথ’ এর যাত্রা শুরু গণ বিশ্ববিদ্যালয়ে ‘কনজ্যুমার ইয়ুথ’ এর যাত্রা শুরু/ছবি-বাংলানিউজ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): পণ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ‘কনজ্যুমার ইয়ুথ-গণ বিশ্ববিদ্যালয়’ (সিওয়াই-জিবি) নামে স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

‘বি অ্যাওয়ার ফর বেটার লাইফ’ (সচেতন হউন সুন্দর জীবনের জন্য) স্লোগানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (গবিসাস) কার্যালয়ে কমিটি ঘোষণা করেন ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের’ (সিওয়াইবি) সমন্বয়ক পলাশ মাহমুদ।

কমিটিতে শাহিনুর আলমকে সভাপতি ও পিউ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়।

১৪ সদস্যের কমিটিতে অন্যরা হলেন- সহ সভাপতি এস এম আহমেদ মনি, ইমরান হাসান জনি, যুগ্ম সম্পাদক বিধান মুখার্জী, তৌফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মানসুরা হক, অর্থ সম্পাদক কামরুন্নাহার মিষ্টি, দফতর সম্পাদক মুন্নি আক্তার, প্রচার সম্পাদক সুরাইয়া পারভিন ইতি, গবেষণা সম্পাদক একেএম মাহমুদুল্লাহ, কার্যনির্বাহী সদস্য চঞ্চল মাহমুদ, মাশরিকুল ইসলাম ঈমন ও আল রুবাইয়া বিন হৃদ।

‘কনজ্যুমার ইয়ুথ’ (সিওয়াই) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গণ বিশ্ববিদ্যালয় প্রথম তাদের কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।