ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
জাবি শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত কর্মীসভা অনুষ্ঠিত/ ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদযাপন প্রস্তুতি উপলক্ষে কর্মীসভা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।

সভাপত্বি করেন জাবি ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের আইন বিষয়ক উপ-সম্পাদক বেলাল হোসেন বিদ্যুৎ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক শিরীন শিলা।

নেতাকর্মীরা অনুষ্ঠান সফল করতে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি জাবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শাখার কার্যক্রম গতিশীল করার জন্য নানা দিক নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।