ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধানের পদত্যাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধানের পদত্যাগ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে সৈয়দ মামুন রেজা পদত্যাগ করেছেন।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিনুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে রেজিস্ট্রার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ২০১৪ সালের ২৩ মার্চ এ পদে দায়িত্ব নিয়েছিলেন সৈয়দ মামুন রেজা। ক’দিনের মধ্যেই এই পদে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।