ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে যোগ দিতে লন্ডন যাচ্ছেন শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে যোগ দিতে লন্ডন যাচ্ছেন শিক্ষামন্ত্রী

ঢাকা: লন্ডনে অনুষ্ঠেয় এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে (ইডব্লিউএফ) যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

২৩-২৫ জানুয়ারি অনুষ্ঠেয় এ ফোরামে শিক্ষামন্ত্রী তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।  

দলের অন্য সদস্যরা হলেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এবং ন্যাশন্যাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনএসডিসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান।

সম্মেলনে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং এক্ষেত্রে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফোরামের মূল পর্বে বিভিন্ন বৈঠকসহ মিনিস্টেরিয়াল প্ল্যানারি সেশনে অংশগ্রহণ করবেন।  

এছাড়া শিক্ষামন্ত্রী ই-নাইন দেশগুলোর মন্ত্রী বা তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ঢাকায় আগামী ৫-৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে তিনি এসময় আলোচনা করবেন।

শিক্ষামন্ত্রী রোববার (২২ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।