ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ধুনটে পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ধুনটে পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ধুনটে পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ-ছবি: বাংলানিউজ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহম্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিদ্যালয় চত্বরে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহাসিন আলম।  

এসময় আরও বক্তব্য রাখেন- শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিক জাহানারা খাতুন, বিদ্যালয় পরিচালা কমিটির সদস্য জহরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মুকুল চন্দ্র তলাপত্র, সহকারী শিক্ষক সোহরাব হোসেন, ইমদাদুল হক মিলন, মোখসেদুল হক ফারুক, বিদায়ি শিক্ষার্থী কাকন সরকার, দশম শ্রেণির শিক্ষার্থী আসমাউল হোসনা, জাফরিন জাহান ও ললিতা রানি দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ