ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

দুই দফা দাবিতে জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমাবেশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
দুই দফা দাবিতে জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমাবেশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ক্যান্টিনে খাবারের দাম কমানো ও কেন্দ্রীয় লাইব্রেরি সম্প্রসারণের দাবিতে সমাবেশ ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সমাবেশ শেষে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সভাপতি মেহরাব আজাদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বক্তারা বলেন, জবিতে আবাসিক হল না থাকার কারণে শিক্ষার্থীরা মেসে বা হোস্টেলে থাকে এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে আসে। সকাল ৭টায় বের হয়ে বাসায় ফিরতে অনেকের রাত ৮টা বেজে যায়। সারাদিন শিক্ষার্থীদের ক্যান্টিনের উপর নির্ভর করতে হয়। জবি ক্যান্টিনের খাবার অত্যন্ত নিম্নমানের, ক্যান্টিনের পরিবেশ অস্বাস্থ্যকর। অবিলম্বে খাবারে ভর্তুকি দিয়ে মান বাড়ানোর পাশাপাশি দাম কমানোর দাবি জানানো হয়।

লাইব্রেরি সম্পর্কে বক্তারা বলেন, লাইব্রেরিতে বই আছে মাত্র ২৫০০০, ই-লাইব্রেরিতে বই আছে ২৪০০০। বসার জায়গা অপ্রতুল, কম্পিউটার আছে মাত্র ১৪টি। তাই অবিলম্বে লাইব্রেরি সম্প্রসারণের দাবি জানান বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন জবি সমাজতন্ত্র ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকার, অর্থ সম্পাদক প্রসেনজি‍ৎ সরকার, দপ্তর সম্পাদক গোলাপ রাব্বী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ডিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ