ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’র সহায়ক সমিতির সভাপতি রউফ, সম্পাদক শাহজাহান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
শাবিপ্রবি’র সহায়ক সমিতির সভাপতি রউফ, সম্পাদক শাহজাহান শাবিপ্রবি’র সহায়ক সমিতির ফলাফল ঘোষণা

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহায়ক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রউফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহজাহান সিরাজ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান নির্বাচন কমিশনার একেএম ফেরদৌস এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি শাহ আবদুল কাউয়ুম, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আরিফ আলী ও সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে জুয়েল মিয়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পদে আশুমান চক্রবর্তী, সমাজসেবা সম্পাদক পদে রাসেল মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক পদে ফয়সাল খান এবং দফতর সম্পাদক পদে মো. নুরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ