ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

বিতর্ক প্রতিযোগিতায় জয়ী প্রাইম এশিয়া ইউনিভার্সিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
বিতর্ক প্রতিযোগিতায় জয়ী প্রাইম এশিয়া ইউনিভার্সিটি রাজধানীর তেজগাঁয়ে এফডিসিতে অনুষ্ঠিত হয় ডিবেট ফর ডেমোক্রসি আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্কের ফাইনাল;ছবি- জিএম মুজিবুর

ঢাকা: ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। গ্র্যান্ড ফাইনালে  ইন্টারন্যাশনাল বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ইউনিভার্সিটিকে (ইবাইস) হারিয়ে জয়ী হয় প্রাইম এশিয়া।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে অনুষ্ঠিত হয় বিতর্কের ফাইনাল। বিজয়ী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির দলকে নগদ ১ লাখ টাকা, ইবাইস ইউনিভার্সিটির রানার্স আপ দলকে নগদ ৫০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দলকে ২৫ হাজার টাকার চেক, ক্রেস্ট, সনদ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জমান, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম. এ. সবুর ও ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বিজয়ী বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পক্ষে ছিলেন, দলনেতা হাফিজ উদ্দিন, জহিরুল ইসলাম ও মার্জিয়া ইসলাম। অন্যদিকে সরকারি দল ইবাইস ইউনিভার্সিটির পক্ষে ছিলেন দলনেতা রিয়াজুল ইসলাম, অনীতা ইসলাম ও মাহফুজ।

উল্লেখ্য, এবার দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই দুর্নীতি বিরোধী বিতর্কে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
এসজে/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ