ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে সন্ত্রাসবাদের উপর আন্তর্জাতিক সম্মেলন শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
ঢাবিতে সন্ত্রাসবাদের উপর আন্তর্জাতিক সম্মেলন শনিবার ঢাবিতে অপরাধ বিজ্ঞান বিভাগের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে সন্ত্রাসবাদের উপর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগ। ২ দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে শনিবার (৭ জানুয়ারি)।

শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান।
 
তিনি বলেন, টেরোরিজম ইন দ্যা ওয়েব অব ইসলামিক স্টেট’ শীর্ষক এই সম্মেলন শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টায় শুরু হবে।

গুলশান হামলার পর বাংলাদেশে নতুন করে উত্থান হওয়া জঙ্গিবাদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হবে। জঙ্গিবাদ মোকাবেলায় এই সম্মেলন মাইলফলক হয়ে থাকবে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের আইজিপি একেএম শহিদুল হক এবং বিশেষ অতিথি থাকবেন নেদারল্যান্ডস-এর রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলোনার।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান। ৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
 
সম্মেলনে ১৬টি সেশনে ৪৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
          
সংবাদ সম্মেলনে অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক খন্দকার ফারজানা রহমান,  প্রভাষক রাহনুমা আয়েশা সিদ্দিকা, প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজান, র‌্যাবের মিড়িয়া উইং এর প্রধান মুফতি মাহমুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এসকেবি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ