ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

তারাকান্দায় বই পায়নি ১৬০ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
তারাকান্দায় বই পায়নি ১৬০ শিক্ষার্থী

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দার স্থানীয় সাধুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী এখনও বিনামূল্যের পাঠ্যবই পায়নি। স্থানীয় উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই শিক্ষার্থীরা বই পায়নি বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় নিম্নবিত্ত শিশুদের শিক্ষার উদ্দেশ্যে ১৯৯৫ সালে ৩৩ শতাংশ জমি দান করে সাধুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন।

পাঁচজন শিক্ষকের তত্ত্বাবধানে ১৬০ জন শিক্ষার্থী পড়াশুনা করছে এ বিদ্যালয়ে।

১ জানুয়ারি বই উৎসব উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নতুন বই আনতে গেলে উপজেলা শিক্ষা অফিস বই দেয়নি তাদের।

ফলে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

প্রধান শিক্ষক সৈয়দ মো. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, দাতাকে বাদ দিয়ে স্থানীয় একটি সুবিধাবাদী চক্র বিদ্যালয়টি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ষড়যন্ত্র করছে। তাই এ বিদ্যালয়ে নতুন বই দেওয়া হয়নি। এতে করে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আইয়ুব উদ্দিন প্রথমে বই দেওয়া হয়েছে দাবি করলেও পরে এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরার্মশ দেন।

এ ব্যাপারে তারাকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এমএএএম/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ