ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০ জানুয়ারি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
রাবিতে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০ জানুয়ারি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বায়োইনফরমেটিকস অ্যান্ড বায়োস্ট্যাটিসটিক্স ফর অ্যাগ্রিকালচার, হেলথ অ্যান্ড ইনভায়রনমেন্ট’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে ২০ জানুয়ারি। সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে বিভাগের অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান লিখিত বক্তব্যে জানান, সম্মেলনে মূল বক্তা থাকবেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক কেইথ এ ক্যানড্রিল ও জাপানের ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিক্যাল ম্যাথমেটিক্সের অধ্যাপক সান্ত শিয়াগো।

এছাড়া বাংলাদেশ, জাপান, চীন ও ভারতের নয়জন গবেষক বক্তব্য রাখবেন।

সম্মেলনে দেশ-বিদেশের অর্ধশতাধিক বিজ্ঞানী অংশগ্রহণ করবেন।

তিনি আরও জানান, সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিশেষ অতিথি থাকবেন-ইউজিসির সদস্য অধ্যাপক মো. ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী সদস্য ড. মখলেসুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

সভাপতিত্ব করবেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন-বিভাগের সভাপতি ড. আইয়ুব আলী, বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, অধ্যাপক ড. নুরুল হক মোল্লা, অধ্যাপক ড. পাপিয়া সুলতানা ও সহযোগী অধ্যাপক মনিমুল হক।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ