ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ-মিছিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
শাবিপ্রবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ-মিছিল ছাত্রফ্রন্টের বিক্ষোভ-মিছিল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট (শাবিপ্রবি): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) অধীনে চালু হওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে অতিরিক্ত ভর্তি ফি প্রত্যাহারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রফ্রন্ট।

সোমবার (০২ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি অর্জুনতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- শাবিপ্রবি শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্র প্রমুখ।

বক্তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ফি ৫ হাজার টাকা করার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ