ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৫০তম সমাবর্তন ৪ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
ঢাবির ৫০তম সমাবর্তন ৪ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫০তম সমাবর্তন আগামী ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫০তম সমাবর্তন আগামী ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এবারের সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কানাডার ওয়েস্টার্ন ওন্টারিও ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অমিত চাকমা।

আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে ২০১৫ সাল থেকে নির্ধারিত সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে সে সকল গ্র্যাজুয়েট ও পদক প্রাপ্তরাই অংশ নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে সমাবর্তন ফরম সংগ্রহ করা যাবে। ফরম বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এসকেবি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ