ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ভোলায় জেএসসিতে পাসের হার ৯৮.০৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
ভোলায় জেএসসিতে পাসের হার ৯৮.০৪

ভোলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৮.০৪ শতাংশ। মোট পাস করেছে ১৭ হাজার ১৮৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৮ হাজার ৩১৯ এবং মেয়ে ৮ হাজার ৮৬৪ জন।

ভোলা: ভোলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৮.০৪ শতাংশ।

মোট পাস করেছে ১৭ হাজার ১৮৩ জন শিক্ষার্থী।

এদের মধ্যে ছেলে ৮ হাজার ৩১৯ এবং মেয়ে ৮ হাজার ৮৬৪ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৭২ জন। এদের মধ্যে ছাত্র ১ হাজার ৭৮ জন এবং ছাত্রী ১ হাজার ৩৬৪ জন।

ফলাফল বিশ্লেষণে বরিশাল বোর্ডে ভোলা জেলা ২য় স্থান অর্জন করেছে। ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।  

এ বছর জেলা থেকে ১৮ হাজার ৩১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

বরিশাল শিক্ষা বোর্ডের কন্ট্রোলার আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ