ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শেবাচিম হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
শেবাচিম হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগতদের হামলায় দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন গেটে তালা ঝুলিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বরিশাল: বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগতদের হামলায় দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন গেটে তালা ঝুলিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ফলে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন।

তারা কেউ হাসপাতালে ঢুকতে বা বের হতে পারছেন না।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিক থেকে এ বিক্ষোভ শুরু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় হামলার ঘটনা ঘটে।  

মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মী রাজু জানান, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা শেবাচিম হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) শামীম বাংলানিউজকে জানান, তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।


বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ