ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি’র আন্তঃহল বিতর্কে বিজয়ী বঙ্গবন্ধু ও খালেদা হল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ইবি’র আন্তঃহল বিতর্কে বিজয়ী বঙ্গবন্ধু ও খালেদা হল ইবি আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাংলা বিতর্কে বেগম খালেদা জিয়া হল শেখ হাসিনা হলকে এবং ইংরেজি বিতর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শহীদ জিয়াউর রহমান হলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাংলা বিতর্কে বেগম খালেদা জিয়া হল শেখ হাসিনা হলকে এবং ইংরেজি বিতর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শহীদ জিয়াউর রহমান হলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

এবছর ফাইনালে বাংলা বির্তকের বিষয় ছিলো ‘একুশ শতকের উন্নয়ন পরিক্রমায় বাংলাদেশ এশিয়ার সফলতম রাষ্ট্রে পরিণত হবে’। খালেদা জিয়া হল এর বিপক্ষে অবস্থান নিয়ে বিজয়ী হয়। এছাড়া বাংলা বিতর্কে খালেদা জিয়া হলের শাহিদা আক্তার আশা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

পরে “রোহিঙ্গা ক্রাইসিস প্রুভস্ দ্যাট ইউনাইটেড ন্যাশনস হ্যাজ ফেইলড্ টু এস্টাবলিশ ইউনিভার্সাল পিস” বিষয়ে ইংরেজি বিতর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আহম্মেদ যুবায়ের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। এ বির্তকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বিপক্ষে অবস্থা নিয়ে বিজয়ী হয়।

বির্তক প্রতিযোগিতার পূর্বে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম তোহা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসম্বের ২১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ