ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে পাঁচ দিনের আবৃত্তি উৎসব

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
জাবিতে পাঁচ দিনের আবৃত্তি উৎসব

‘মৌনতা ভেঙে হও শামিল আজ মুক্তির মিছিলে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনি আয়োজন করেছে প্রতিষ্ঠার দুই দশক পূর্তি...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘মৌনতা ভেঙে হও শামিল আজ মুক্তির মিছিলে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনি আয়োজন করেছে প্রতিষ্ঠার দুই দশক পূর্তি আবৃত্তি উৎসব-২০১৬।

শনিবার (১৭ ডিসেম্বর) সংগঠনের সভাপতি মহিরুল ইসলাম মিহির বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, দুই দশক পূর্তি উপলক্ষে ধ্বনি পাঁচ দিনব্যাপী আয়োজন করতে যাচ্ছে দুই দশক পূর্তি আবৃত্তি উৎসব-২০১৬। রোববার (১৮ ডিসেম্বর) থেকে উৎসব শুরু হচ্ছে। যা চলবে ২৩ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত।

প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে উদ্বোধনী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে।

আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান করা হবে কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী ও  দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মীর বরকতকে।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠান পরিবেশিত হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ