ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জালিয়াতির ঘটনায় শাবিপ্রবি ছাত্রলীগ কর্মী বহিষ্কার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
জালিয়াতির ঘটনায় শাবিপ্রবি ছাত্রলীগ কর্মী বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি জালিয়াতির ঘটনায় আটক ছাত্রলীগ কর্মী আল আমিনকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি জালিয়াতির ঘটনায় আটক ছাত্রলীগ কর্মী আল আমিনকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে জালিয়াতির ঘটনার ১৫ দিন পর আল আমিনকে বহিষ্কার করলো প্রশাসন।

বহিষ্কার হওয়া আল আমিন এফইটি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের কর্মী।

রোববার আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের দফায় দফায় বৈঠকের পর এমন সিদ্ধান্ত হয়। এর আগে জালিয়াতির চেষ্টায় মূল হোতাদের বিচারের দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে রোববার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

আটক আল আমিনকে ছাড়াতে নজরুল ইসলাম তিনদিন জালালাবাদ থানায় অবস্থান করেন বলে অভিযোগ উঠে। এরপরই ‘মূল হোতাদের’ বিচারের দাবিতে শিক্ষার্থীরা তীব্র আন্দোলনে নামেন।

আন্দোলনকারীরা সোমবার (১২ ডিসেম্বর) গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাংলানিউজকে বলেন, আল আমিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে স্থায়ী বহিষ্কারের বিষয়টি তদন্ত কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ