ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বিজয় দিবসে কর্মসূচি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
শাবিপ্রবিতে বিজয় দিবসে কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস-২০১৬ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) রোববার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

(শাবিপ্রবি): শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস-২০১৬ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

রোববার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিতে রয়েছে ১৪ ডিসেম্বর কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ।

এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১০টায় বিজয় শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হবে।

এতে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস।

আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. জহির বিন এবং প্রভাষক তারিকুল ইসলাম।

ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) আ ফ ম মিফতা উল হক জানান, আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন সহকারী প্রক্টর মোহাম্মদ শাকিল ভূইয়া।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ