ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘ঙ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘ঙ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ঙ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ঙ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ঙ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।



‘ঙ’ ইউনিটে রয়েছে চারটি বিভাগ। এগুলো হলো সঙ্গীত বিভাগ, থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগ, চারুকলা বিভাগ এবং ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ‘ঙ’ ইউনিটের অন্তর্গত চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং সঙ্গীত, থিয়েটার ও পাফরমেন্স স্টাডিজ ও ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬

এমএএএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।