ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বেলায়েত হোসেন রোববার  (২৭ নভেম্বর) এ তথ্য জানান।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  
 
অধ্যাপক বেলায়েত বাংলানিউজকে  জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন।

এবার দু’টি ইউনিটে এক হাজার ৫৬৩টি আসনের বিপরীতে ৫৪ হাজার ভর্তিচ্ছু আবেদন করেন। মোট ৪২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।