ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাকনবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
জাকনবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাকনবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাকনবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ নভেম্বর) দুই ধাপে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘খ’ ইউনিটের অধীনে রয়েছে-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই), ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইসিই) ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইএসই) বিভাগ।

প্রথম ধাপে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিজোড় এবং দ্বিতীয় ধাপে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত জোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘খ’ ইউনিটের ১২০ টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ৬ হাজার ৬২৭ শিক্ষার্থী। তবে পরীক্ষার্থী অংশ নেন ৪ হাজার ৬২২ শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ২৬ নভেম্বর ‘গ’ ইউনিট, ২৭ নভেম্বর ‘ঘ’ ইউনিট এবং ২৮ নভেম্বর ‘ঙ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফল জাকনবির ওয়েবসাইটে (http://www.jkkniu.edu.bd/) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস এম হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমএএএম/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।