ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় প্রথমদিনে অনুপস্থিত ২ হাজার ৩৭৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
বগুড়ায় প্রথমদিনে অনুপস্থিত ২ হাজার ৩৭৯ জন

বগুড়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো পরীক্ষার্থী বহিষ্কার না হলেও প্রথমদিনে মোট ২ হাজার ৩৭৯ জন অনুপস্থিত ছিলো। এরমধ্যে প্রাথমিকে ১ হাজার ৫২০ জন ও ইবতেদায়িতে ৮৫৯ জন। 

বগুড়া: বগুড়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো পরীক্ষার্থী বহিষ্কার না হলেও প্রথমদিনে মোট ২ হাজার ৩৭৯ জন অনুপস্থিত ছিলো।

এরমধ্যে প্রাথমিকে ১ হাজার ৫২০ জন ও ইবতেদায়িতে ৮৫৯ জন।

রোববার (২০ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বাংলানিউজকে জানান, এবছর জেলায় প্রাথমিকে মোট পরীক্ষার্থী ছিলো ৫৯ হাজার ১শ’ ৩১ জন ও ইবতেদায়িতে ৮ হাজার ৪শ’ ৬৩ জন।

এরমধ্যে প্রথমদিনে প্রাথমিক পরীক্ষায় ৫৭ হাজার ৬শ’ ১১ জন ও ইবতেদায়ি সমাপনীতে ৭ হাজার ৮শ’ ৪ জন পরীক্ষার্থী অংশ নেয় বলে জানান এ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।