ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রংপুরে অনুপস্থিত ৪ হাজার শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
রংপুরে অনুপস্থিত ৪ হাজার শিক্ষার্থী

রংপুর জেলায় ১১১টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হয়েছে। এতে ৬৪ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। রোববার (২০ নভেম্বর) যথারীতি পরীক্ষা শুরু হলেও আট উপজেলায় প্রাথমিক সমাপনীতে অনুপস্থিত পরীক্ষার্থী দুই হাজার ৯৫৩ জন ও ইবতেদায়িতে এক হাজার ১১ জন।

রংপুর: রংপুর জেলায় ১১১টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হয়েছে। এতে ৬৪ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

রোববার (২০ নভেম্বর) যথারীতি পরীক্ষা শুরু হলেও আট উপজেলায় প্রাথমিক সমাপনীতে অনুপস্থিত পরীক্ষার্থী দুই হাজার ৯৫৩ জন ও ইবতেদায়িতে এক হাজার ১১ জন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান বাংলানিউজকে জানান, প্রথম দিন প্রায় ৪ হাজার শিক্ষার্থী অনুপস্থিত। শিশুশ্রমের কারণে এমনটি হতে পারে অথবা কেউ লেখাপড়া ছেড়ে দিয়েছে বলে পরীক্ষা দিতে আসতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।