ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ইবিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর আয়োজন করে।

এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে বিভাগে দু’টি অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়।

পর্যায়ক্রমে সব বিভাগে দু’টি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি দেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ।


সভায় ইবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান আনিচের সঞ্চালনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর আলোচনা করেন সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ সভাপতি বিপ্লব কর্মকর, আবুল খায়ের ও সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু।

আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মেহেদী হাসান, ফাহাদ আহম্মেদ ও সুজিত কুমার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।