ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্রথমদিনের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৮ শতাংশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
জাবিতে প্রথমদিনের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৮ শতাংশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে। প্রথমদিনে দুই শিফটে ভর্তিচ্ছু শিক্ষার্থীর উপস্থিতির হার ৭৮ শতাংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার (১৯
নভেম্বর) শুরু হয়েছে।  

প্রথমদিনে দুই শিফটে ভর্তিচ্ছু শিক্ষার্থীর উপস্থিতির হার ৭৮ শতাংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অধীনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা হয়। মোট ৬টি শিফটে বিকেল ৫টা পর্যন্ত চলবে পরীক্ষা।

সূত্র বলছে, সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর গ্যালারিতে ১২০টি আসনের মধ্যে ৯০জন, ১৩১ নম্বর গ্যালারিতে ১২০ আসনের মধ্যে ৯৩ জন, ২৪৭ নম্বর কক্ষে ৪৯ আসনের মধ্যে ৩০ জন, ৩৪১ নম্বর কক্ষে ৩৫টি আসনের মধ্যে ২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত হয়েছেন।

পুরাতন কলা ভবনে ২০৫ নম্বর কক্ষে ৫৭টি আসনের মধ্যে ৪২ জন, ২০২ নম্বর কক্ষে ৩৬টি আসনের মধ্যে ২৫ জন, ২০১ নম্বর কক্ষে ৮৪টি আসনের মধ্যে ৬৪ জন
ভর্তি শিক্ষার্থী উপস্থিত হয়েছেন।

আর কলা ও মানবিকী অনুষদের ৪১৮ নম্বর কক্ষে ৪০ আসনের মধ্যে ৩৫ জন, ২১৬ নম্বর কক্ষে ৫৩ আসনের মধ্যে উপস্থিত ছিলেন ৩১ শিক্ষার্থী।

ব্যবসায় প্রশাসন অনুষদের ১৭ নম্বর কক্ষে ৬০ টি আসনের মধ্যে ৪৫ জন, ১৯ নম্বর কক্ষে ৫৫টি আসনের মধ্যে ৪২ জন, ২২ নম্বর কক্ষে ৫৫টি আসনের মধ্যে ৪৭ জন
শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।

জীববিজ্ঞান অনুষদের এক নম্বর কক্ষে ৫০টি আসনের মধ্যে ৩৯ জন, ২ নম্বর কক্ষে ৫১টি আসনের মধ্যে ৪১ জন, ৩ নম্বর কক্ষে ৫১ টি আসনের মধ্যে ৪৩ জন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন।

এবারের ভর্তি পরীক্ষায় দুই হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ২০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী।

রোববার (২০ নভেম্বর) জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাবি’র ওয়েবসাইটে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।