ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাবিতে পতাকা মিছিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাবিতে পতাকা মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় পতাকা মিছিল করেছে শিক্ষার্থীরা।

রাবি: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় পতাকা মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাবি ছাত্র ফেডারেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক রুপোশ বিন আব্দুস সালাম, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর ও রাবি বিপ্লবী ছাত্রমৈত্রীর দপ্তর সম্পাদক দেলোয়ার সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।