ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নন্দীগ্রামে পিইসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
নন্দীগ্রামে পিইসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দলগাছা সরকারি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দলগাছা সরকারি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউপি সদস্য আল-আমিন, প্রধান শিক্ষক আলী আজম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আশরাফুল আলম, সদস্য জিয়াউর রহমান, সহকারী শিক্ষক ফজলুর রহমান, রফিকুল ইসলাম, তানসেন আলী, উম্মে মাকতুম প্রমুখ।
    
এর আগে অনুষ্ঠানে আসা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।